Save Temple Property in Bangladesh


Guest

/ #172 “Save Temple Property in Bangladesh”

2013-06-26 03:36

মঠ-মন্দির ও দেবোত্তর সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার জাতীয় কমিটি
Vote for “Save Temple Property in Bangladesh”
বাংলাদেশ সরকার কর্তৃক কালো আইন “দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন-২০১৩” পাশ করার উদ্দোগ নেয়া হয়েছে যা সম্পূর্ণরূপে হিন্দু শাস্ত্র ও স্বার্থ বিরোধী। আইনটি পাশ করার মাধ্যমে আমাদের শেষ আশ্রয়স্থল মঠ, মন্দিরগুলো দখল করে এই দেশ থেকে হিন্দু/ সনাতন ধর্মাবলম্বীদের চিরতরে বিতাড়িত করার একটি নীলনকশা।
অতএব যেকোন ভাবেই হোক এই অশুভ উদ্দেশ্য প্রতিহত করতেই হবে। গণ-স্বাক্ষরতার, গণমিছিল এর পাশাপাশি এ আইনের বিরুদ্ধে অনলাইনে স্বাক্ষর সংগ্রহের জন্য একটি পিটিশন পোস্ট করা হয়েছে। আপনারা এখানে স্বাক্ষর করে এর প্রতিবাদ করুন-