CLEAR ALL BACKLOG STUDENTS OF BURDWAN UNIVERSITY

images_(3)31.jpeg

মাননীয় মহাশয়,
গত ২১/০৭/২০২০ তারিখে COVID-19 পরিস্থিতিতে বিশেষ মূল্যায়ন পদ্ধতি জানিয়ে বর্ধমান ইউনিভার্সিটি একটি নোটিস বের করে। নোটিসটি করা হয়েছে গত ১৭ই জুলাইয়ের Online Executive Council এর মিটিংয়ের Resolution অনুযায়ী।

মহাশয় উক্ত নোটিসে ওল্ড সিলেবাসের থার্ড ইয়ার ও সেকেড ইয়ারের ব্যাকলগ স্টুডেন্টদের অ্যাভারেজ নম্বর দিয়ে মূল্যায়ন করার কথা লেখা থাকলেও ওল্ড পার্ট ওয়ানের জন্য কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সম্পর্কে কিছুই লেখা নেই।

এই অবস্থায় আমরা খুবই সংশয়ের মধ্যে আছি। আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি সমস্ত ব্যাকলগ স্টুডেন্টদেরই এভারেজ কিম্বা বেস্ট পার্সেন্টেজ দিয়ে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাদের কেন এমন বৈষম্যের শিকার হতে হচ্ছে তা আমরা কিছুতেই বুঝতে পারছিনা। আমরা বহু ছাত্রছাত্রী এখন একরকম খাদের কিনারায় দাঁড়িয়ে আছি।

আবার সেকেন্ড ইয়ারের ব্যাকলগ স্টুডেন্টদের মধ্যে দুটি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী রয়েছে। ২০১৬ ও ২০১৭। এক্ষেত্রে দুটি শিক্ষাবর্ষের সমস্ত স্টুডেন্টদেরই অ্যভারেজ নম্বর দিয়ে মূল্যায়ন করা হবে নাকি ২০১৬শিক্ষাবর্ষের স্টুডেন্টরা এই বিশেষ মূল্যায়নের বাইরে থাকবে তা নিয়েও গভীর সংশয় তৈরী হয়েছে।

মহাশয় আপনার নিকট আমাদের বিনীত নিবেদন এই যে,

১) এই বছরের জন্য পার্ট ওয়ানের ব্যাকলগ স্টুডেন্টদেরও, পার্ট ওয়ানের পাস করা পেপারের এভারেজ নম্বর দিয়ে মূল্যায়ন করুন। নতুবা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন বাতিল হয়ে জীবন অনিশ্চিত হয়ে পড়বে।

২) পার্ট টু এর সমস্ত ব্যাকলগ স্টুডেন্টদেরই (২০১৬ ও ২০১৭) অ্যাভারেজ নম্বর দিয়ে মূল্যায়ন করুন। নাহলে এখানেও অসংখ্য স্টুডেন্টের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

৩)স্বচ্ছ ভাবে পরীক্ষা দেওয়ার সত্ত্বেও যাদের যাদের রেজাল্টে RA দেখাচ্ছে এবং মার্কশিটে অ্যাবসেন্ট(AB) দেখাচ্ছে তাদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করুক বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিনীত
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যাকলগ ছাত্রছাত্রীবৃন্দ।

নিজেদের ভুক্তভোগী  বন্ধুদের মধ্যে পিটিশন টি শেয়ার করো।।

Sign this Petition

By signing, I accept that Arindam Porel will be able to see all the information I provide on this form.

We will not display your email address publicly online.

We will not display your email address publicly online.


I give consent to process the information I provide on this form for the following purposes:




Paid advertising

We will advertise this petition to 3000 people.

Learn more...